নবগঠিত পলাশবাড়ী পৌরসভা এলাকায় পশ্চিমগোয়ালপাড়া ৭ নম্বর ওয়ার্ডে অন্তভূক্তির প্রতিবাদে মানববন্ধন

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় নবগঠিত পলাশবাড়ী পৌরসভা এলাকায় পশ্চিম গোয়ালপাড়া মৌজাকে ৭ নম্বর ওয়ার্ডে অন্তর্ভূক্তির প্রতিবাদে সংশ্লিষ্ট এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করা হয়। উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠ,চৌমাথা মোড় ও উপজেলা পরিষদ গোল চত্ত¡র পয়েন্টে আজ বৃহস্পতিবার সকাল ১১ট হতে দুপুর ১টা দু’ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সম্ভাব্য ওয়ার্ড কাউন্সিল’র প্রার্থী আল-আমিন,রিপন,হাসান,তারেক,ইমরান, মালিক,মানিক,হাসান ও জোহা মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।পশ্চিম গোয়ালপাড়া,কালুগাড়ী ও জগরজানি মৌজাকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে অর্ন্তভূক্তির বিষয়টি সম্পূর্ণ অযৌক্তিক বলে অভিহিত করেন।
উলেখ্য,পশ্চিম গোয়ালপাড়া মৌজা এবং কালুগাড়ী মৌজার মধ্যে একটি বিল(জলাশয়)থাকায় ওই দুই গ্রামের দুরত্ব প্রায় ২ কি.মি.। এ কারনে পার্শ্ববর্তী ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম গোয়ালপাড়া মৌজাকে অন্তর্ভূক্তির জন্য সংশ্লিষ্ট দায়ীত্বশীলদের যথাযথ জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
বিষয়টি জনগুরুত্বপূর্ণ হওয়ায় এ ব্যাপারে জেলা প্রশাসকসহ বিভাগীয় অন্যান্য দপ্তর বরাবর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করে ইতোমধ্যেই পৃথক-পৃথক আবেদনপত্র দাখিল করা হয়েছে।
