প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯, ৩:২৪ পি.এম
ঠাকুরগাঁওয়ে গ্রামবাসীর উদ্দ্যোগে কাঁচা রাস্তা মেরামত

মোঃ ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার কাঁচা রাস্তার মধ্যে সব চেয়ে গুরুত্বর্পূণ রহিমানপুরের ফকদনপুর-জামালপুর-কাতিহার রাস্তাটি অজ্ঞাত কারণে পাকা হচ্ছে না র্দীঘদিন থেকে।
বর্ষার বৃষ্টিতে রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় দুই উপজেলার মানুষেরা প্রতিদিন প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে নিজ নিজ কর্মস্থলে চলাচল করে থাকে। পরে গ্রামবাসী একত্রিত হয়ে ১৫ সেপ্টেম্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে রাস্তা মেরামতের জন্য সহযোগীতার আবেদন জানিয়ে একটি পোস্ট করে। পোস্টটি স্থানীয় ইউপি চেয়ারম্যান, শিক্ষক ও সমাজ সেবকের নজরে আসলে তারা রাস্তা মেরামতের জন্য স্থানীয়দের আর্থিক ভাবে সহযোগীতা করে।
গত ২২ সেপ্টেম্বর থেকে স্থানীয়রা ইট ভাটার গুড়ো ইট ট্রাক্টর দিয়ে আনে রাস্তা মেরামতের কাজ শুরু করে মঙ্গলবার রাস্তাটি চলাচলের উপযোগী হয়। তিন দিনে প্রায় ১ কিলোমিটার রাস্তার খারাপ অংশ মেরামত সম্পন্ন হয়েছে।
পাইকপাড়া গ্রামের ফজল আলী, কফিল ইদ্দীন, কশিমউদ্দীন বলেন, রাস্তাটি গুরুতপূর্ণ্য হওয়া সত্তেও পাকা হচ্ছে না। বর্ষা মৌসূমে বৃষ্টির কারণে অচল অবস্থা হওয়ায় চলাচল করা যাচ্ছিল না। অনেক পথচারী চলাচলের সময় রাস্তাটিতে পরে আহত হয়েছেন। পরে আমরা স্থানীয়রা রাস্তাটি মেরামতের জন্য উদ্যোগ গ্রহণ করে বিভিন্ন জনের কাছে সাহায্য নিয়ে রাস্তাটি চলাচলের উপযোগী করেছি।
জামালপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অমৃত রায় বলেন, পাইকপাড়া রাস্তাটি দিয়ে বিদ্যালয়ে যেতে হয়। দুই কিলোমিটার কাঁচা রাস্তার জন্য অনেক কষ্ট হয় বিশেষ করে শিক্ষার্থীদের। প্রতিদিন ওই রাস্তাটি দিয়ে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৫ শতাধিক শির্ক্ষাথী চলাচল করে থাকে।
রহিমানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, সদর উপজেলার ২১ টি ইউনিয়নের মধ্যে উন্নয়নে এই ইউনিয়ন অনেক পিছিয়ে। পাইকপাড়া রাস্তাটি পাকা হওয়া খুবই জরুরি। পরিষদে তেমন বাজেট না থাকায় গ্রামবাসীদের রাস্তা মেরামতের জন্য আর্থিক ভাবে সহযোগিতা করেছি।
ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক প্রকৌশলী নুরুজ্জামান সরদার বলেন, সত্যি রাস্তাটি পাকা হওয়া খুবই জরুরি। ঠাকুরগাঁও ১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন মহোদয়ের নির্দেশে ২০১৮ সালে ফকদনপুর-জামালপুর ২.৭ কিলোমিটার রাস্তাটি মাপযোগ শেষে প্রক্কলন করে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। এলাবাসী এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করলে ওই রাস্তার কাজ দ্রুত হতে পারে।।।
ঠাকুরগাঁও সদর উপজেলার বর্তমান প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন, কয়েক দিন হলো যোগদান করেছি। রাস্তাটি কি অবস্থায় আছে দ্রুত সময়ে দেখা হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম