গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার চিনিরপটল গ্রামে যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে স্থানীয় বাসিন্দারা প্রতিবছরের ন্যায় এবারও নৌকাবাইচের আয়োজনে করে। ২৩ সেপ্টম্বর সোমবার উক্ত খেলার সেমিফাইনাল হয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি। উদ্বোধন করেন,অবিভক্ত বাংলার কৃষি মন্ত্রী,মরহুম আহম্মেদ হোসেন উকিল নাতি,কামালের পাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল-হাদী ছেলে, আওয়ামীলীগ নেতা মোঃ মাহবুবুর রহমান নিটল। এতে বিশেষ অতিথি ছিলেন, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবীর। উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার ঘোষ। উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নুরে আলম সিদ্দিকি রতন,আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু। আমন্তিত অতিথি গাইবান্ধার ডেপল্পমেন্ট অর্গানাইজেশন ও আশার আলো প্রভাতী সংস্থার চেয়ারম্যান ডাঃ মোঃ শফিকুল ইসলাম সাজু, খেলা পরিচালনা কমিটি সাধারন সম্পাদক সাংবাদিক জয়নুল আবেদীন, কমিটির ক্যাসিয়ার আসলাম মোল্যা প্রমুখ। অপস্থাপনা করেন, আব্দুল হাই।
প্রতিযোগিতায় জামালপুরের হাওয়ারতরী, মায়ের দোয়া, বীর বাহাদুর, দেওয়ানশাহ, বাংলার বাহাদুর, হযরত শাহজালাল, আল্লাহ ভরসা, বগুড়ার একতা এক্সপ্রেস,গাইবান্ধার বাংলার বাঘসহ ১১ নৌকা অংশ নেয়।অনুষ্ঠানটি সভাপতিত করেন,হলদিয়া ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম