নিউজ ডেস্কঃ
মাননীয় প্রধানমন্ত্রী,
আমি- শিরিন আক্তার,
টাংগাইল সদর।
মোবাইল : ০১৭৫৭৪০৫৮৬৯ ।
আমার স্বামী :আমিনুল ইসলাম
পিতা : মৃত : সৈয়দ আলী বিশ্বাস
মাতা : জাহানারা বেগম
সাং: আলকা
পোঃ ও থানা : ফুলতলা
জেলা : খুলনা।
আমার স্বামী আমিনুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও অফিসে - ডি আর ( এম এল এস) পদে কর্মরত আছেন।
মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিশ্ব মানবতার মাতা, আপনি পরম দয়ালু একজন মানুষ দেশ ও দেশের সাধারন মানুষের কল্যানের জন্য দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচেছন।আপনি নারীর অধিকার নিশ্চিত করেছেন।ছেলে এবং মেয়েকে পিতা মাতার সম্পদের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আইন প্রনয়ণ করেছেন, নারী নির্যাতনের বিরুদ্ধে আপনি কঠোর আইনের ব্যবস্থা করেছেন।অথচ আমার স্বামী আমিনুল ইসলাম আপনার দপ্তরে চাকুরী করায় ক্ষমতার প্রভাব খাঁটিয়ে আমার সাথে প্রতারনা করে কোন কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিয়েছেন।তার স্ত্রী দুই সন্তান থাকা সত্ত্বেও তাদের কথা গোপন রেখে আমাকে বিবাহ করেছে, আমার একটি কন্যা সন্তান হওয়ার পরে তার প্রথম স্ত্রীর কথা জানতে পেরেছি কিন্ত তখন আমার করার কিছুই ছিলো না তখন নিরুপায় হয়ে তবুও আমার সন্তানের মুখের দিকে চেয়ে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি।আমার স্বামী আমাকে ফেলে তার প্রথম স্ত্রী সন্তানের কাছে চলে যায়।এক পর্যায় এসে কোন কারন ছাড়াই আমাকে ডিভোর্স দেয়। যাহা সম্পূর্ণ আইনের বহির্ভূত, ৯/১০/২০১৮ইং তারিখে তালাক নোটিস পাঠিয়েছে, টাংগাইল পৌরসভায়। আমি পেয়েছি ৩১/১/২০১৯ইং তারিখে কিন্তু আমি চুড়ান্ত কোন তালাক নোটিস পাই নাই।এই ব্যাপারে মাননীয় প্রধানমন্রীর কার্যালয়ে তার সাথে আপসে বা তার সিনিয়র কাউকে দিয়ে সমজোতার চেষ্টা করলে তিনি আমার উপর ক্ষুব্দ হয়ে যায়।আর সে কারনে আমাকে ও আমার একমাত্র মেয়ে আশরিন জাহান আস্থার জীবন নিয়ে চরমভাবে দিনের পর দিন প্রতারনা শুরু করে। আমি ন্যায় বিচারের লক্ষ্যে আইন ও কোন ব্যক্তির সরণাপন্ন হইলে আমার ন্যায় বিচার পাওয়া তো দুরের কথা সংশ্লিষ্ট লোকজনকেও প্রধানমন্রীর কার্যালয় থেকে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে ফোন করে হুমকি প্রদান করেন যার জন্য আজ আমার শিশু কন্যা
আশরিন জাহান আস্থা ও আমি বড় অসহায় এবং নিরাপওাহীন হয়ে পরেছি। এই জন্য আল্লাহর পরে আপনি দেশের কর্ণধার, সরাসরি আপনার সরনাপন্ন হইতে বাধ্য হইলাম "মা"আপনি মানবতার "মা" আপনিই পারেন এই প্রতারকের নিকট হইতে আমাকে রক্ষা করতে এবং আমার একমাত্র সন্তানের অধিকার ফিরিয়ে দিতে। আমার স্বামী বার বার হুমকি দিচেছ আমি যেন কোথাও মুখ না খুলি তাহলে আমার মেয়ে ও আমাকে পৃথিবী খেকে চির তরে মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবে।আমি অনেক আশা নিয়ে আপনার নিকট ন্যায় বিচার ও নিরাপওার দাবী করছি আপনার নিকট ন্যায় বিচার দাবি করছি।
[caption id="attachment_9671" align="aligncenter" width="300"]
স্বামী আমিনুল ইসলাম, শিরিন আক্তার[/caption]
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
জয় মাদার অফ হিউমিনিটি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম