5:23 AM, 13 November, 2025

নবাবগঞ্জে আশুড়ার বিলে রাবার ক্রস ড্যামের বাঁধ সংস্কার কাজ শুরু

News pic-1

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.এ সাজেদুল ইসলাম(সাগর)ঃ
দিনাজপুরের নবাবগঞ্জে ঐতিহ্যবাহী আশুড়ার বিলের পানি সংরক্ষনের জন্য বিএডিসির অর্থায়নে ১৮ লাখ টাকা বরাদ্দে রাবার ক্রস ড্যাম নির্মাণ সম্পন্ন হয়েছে। এদিকে বিলে পানি ভরে যাওয়ায় ক্রস ড্যামের পূর্ব পার্শ্বে মাটির বাঁধের কিছু অংশ ভেঙ্গে যাওয়ার সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন তৎক্ষনাৎ দ্রæত বাঁধ সংস্কার কাজে হাত দিয়েছে। সকাল ১১ টায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মোঃ আসাদুজ্জামান, তানভীর ট্রেডার্স’এর স্বত্ত¡াধিকারী ও ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিবুর রহমান, আশুড়ার বিল উন্নয়ন ও রক্ষা কমিটির সভাপতি ব্যবসায়ী নেতা মাহবুবুর রহমানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। বাঁধে মাটি কাটার উদ্বোধন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেছেন- উত্তর অ লে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনের নিরাপদ ও নির্ভরযোগ্য স্থান আশুড়ার বিল। পানি সংরক্ষন হলে দেশীয় প্রজাতির মাছ উৎপাদন বাড়বে। উপজেলা নির্বাহী অফিসার বলেছেন- বর্ষা মৌসুমে আশুাড়ার বিলে মনোমুগ্ধ দৃশ্য এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন অ ল থেকে হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থী হিসেবে আশুড়ার বিলে আসছে।