6:37 AM, 13 November, 2025

কিশোরগঞ্জে জামাই আদরে সিক্ত জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ

PhotoEditor_20190912_203820433
আবু হানিফ, কিশোরগঞ্জ প্রতিনিধি৷

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহান হোসেন দোদুল, ঐতিহ্যবাহী রাজনৈতিক সৈয়দ পরিবার মুজিব নগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের সহোদর কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ -সভাপতি ওয়াহিদুল ইসলাম পট্রু মিয়ার মেয়ে, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য, সাবেক কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা মোনালিসা ইসলাম শিলার স্বামী  তথা কিশোরগঞ্জের জামাইর ৪ দিনের সফর ও জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের পর প্রথম কিশোরগঞ্জে শুভাগমন উপলক্ষে জেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিন্নাটি চৌরাস্তা “বিজয়-৭১” মোড়ে আজ ১২ সেপ্টেম্বর বৃহঃবার সন্ধায় এক জামাই বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷

উক্ত জামাই বরণ উপলক্ষে কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার সীমান্ত টোক বাজার থেকে কিশোরগঞ্জ শহর পর্যন্ত অর্ধশতাধিক তোরণ বসানো হয়েছে৷

জামাই বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম.এ আফজল, যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঢাকা বিভাগীয় পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু,  জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্জ মোঃ শরিফুল ইসলাম, জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী, এডিসি জেনারেল আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাশকুরুর রহমান খালেদ বিপিএম (বার), উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির মিয়া ,বিন্নাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম বাবুল, চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান এ.বি সিদ্দিক খোকা, মারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মজিবুর রহমান হলুদ এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ,
ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট- ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সর্বস্তরের জনতা প্রমুখ ৷
কিশোরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমানের সভাপতিত্বে জনপ্রশাসন প্রতিমন্ত্রী তথা কিশোরগঞ্জের জামাই ফরহান হোসেন দোদুল তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, “কিশোরগঞ্জের মানুষ অতিথি পরায়ন আপনাদের আবেগ ও যে অনুভুতি আমাকে দেখিয়েছেন তার বর্ণনা ভাষায় প্রকাশ করতে পারছিনা৷ প্রয়াত নেতা সাবেক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আমাকে তার সততার আদর্শের পথ দেখিয়ে গেছেন, আমি যেন সে আদর্শে দায়িত্ব পালন করে যেতে পারি সে দোয়া করবেন”৷