11:45 AM, 13 November, 2025

কিশোরগঞ্জে হুছাইনীয়া স্বেচ্ছাসেবী তৌহীদি যুব সংঘের সম্মেলন অনুষ্ঠিত

70963346_369248304018767_660042203158020096_n

পাকুন্দিয়া প্রতিনিধি:

মরহুম আঃ হালিম হুছাইনী (র.) এর প্রতিষ্ঠিত তানজিমুল মুসলিমিন এর লক্ষ্য উদ্দেশ্যকে অবলম্বন করে গড়ে উঠা সংঘঠন হুছাইনীয়া স্বেচ্ছাসেবী তৌহীদি যুব সংঘের বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তারাকান্দি জামিয়া হুছাইনীয়া আছ আদুল উলুম কওমী ইউনিভার্সিটি ময়দানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে চলে ক্বেরাত, হামদ নাত, গজল ও উপস্থিত বক্তৃতা সহ নানা প্রতিযোগীতা। সংঘঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এনামুল হক মাস্টার এর সঞ্চালনায় ও সভাপতি মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রতিযোগীতায় প্রতিযোগীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি  আলহাজ্ব আবুল হাশিম কবিরাজ ও উদ্ভোধক পাকুন্দিয়া পৌরসভার সাবেক মেয়র এডভোকেট আলহাজ্ব জালাল উদ্দিন, ভারপ্রাপ্ত মোহতামীম আলহাজ্ব আলমগীর হোসাইনী। এ সময় পবিত্র আশুরা নিয়ে আলোচনা করেন মাদ্রাসার শিক্ষকগণ ও আমন্ত্রিত উলামায়ে কেরাম।

এ সময় আরও উপিস্থিত ছিলেন  জাংগালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার শামীম আহামেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জুয়েল, হাবিবুর রহমান ভুইয়া, সিনিয়র সহ সভাপতি আব্দুল জব্বার সুমন, যুগ্ন সাধারন সম্পাদক জুনায়েদুল হক শাহিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হিমেল, দেশেরবার্তার টোয়েন্টিফোর ডটকমের প্রধান উপদেষ্টা এস এম মিজানুর রহমান মামুন, সহকারী সম্পাদক ই. এ. মোঃ রাজন সহ অসংখ্য স্বেচ্ছাসেবকরা।