ভয় নয়, করো জয়, জ্বলে উঠো, “আলো আসবেই”এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় স্বর্ণকন্যা তৈরির লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ষোলোআনা ফাউন্ডেশন। ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি।এসময় প্রতিযোগিতায় বাল্য বিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালে মেয়েদের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতনার বিষয় উঠে আসে বিতর্ক প্রতিযোগিতা। ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য রাজন আকন্দের উপস্থাপনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শামীমা আক্তার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান গোলাম সারোয়ার মানিক। এ ছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র সহ সভাপতি এনামুল হাসান সুমন, প্রতিষ্ঠানের সাধারন সম্পাদক মুর্শিদা আক্তার মীম, সহযোগী প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক আরিফুল ইসলাম প্রিন্স, আনন্দ মাল্টিমিডিয়া কালিয়াকৈর শাখার পরিচালক সুজন মাহমুদ, তন্নী মাহমুদ, মিডিয়া বিষয়ক সম্পাদক রাশেদ আকন, কিশোরগঞ্জ জেলা কমিটির সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিমেল, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক অমি, যুগ্ন সাধারন সম্পাদক হুমায়ুন কবীর, সদস্য রফিকুল ইসলাম সুজন সহ অরো অনেকে। পরে বিজয়ী দলের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয় ষোলোআনা ফাউন্ডেশনের পক্ষ থেকে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম