সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে মুরাদনগর উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা সদরে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমা আক্তারের সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু। এসময় তিনি বলেন, এরশাদের স্বপ্নকে ভুকে লালন করে আমরা জাতীয় পার্টি করি। এরশাদের অবদান চিরকাল বাংলাদেশের মানুষ মনে রাখবে । তিনি ক্ষমতায় থাকাকালীন দেশের উন্নয়নে যে কাজগুলো করেছেন তার মধ্যেই তিনি বেঁচে থাকবেন চিরকাল। জাতীয় পার্টি আগের চেয়ে এখন ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে আর এই ৬৮ হাজার গ্রামের সাধারণ মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাতে জাতীয় পার্টি আগামীতে আবার ক্ষমতায় আসবে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এজিএম লিয়াকত হোসেন, আবুল বাশার সরকার, রেজাউল মিয়া, তাজুল ইসলাম, জুয়েল ভূইয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম