প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০১৯, ৬:০৯ পি.এম
কিশোরগঞ্জে শোকাবহ আগস্ট পালন, বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে পাশ বহি বিতরণ

আবু হানিফ, বিশেষ প্রতিনিধি কিশোরগঞ্জঃ
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহিদদের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোকাবহ আগস্ট উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জ সদর উপজেলায় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলার ১১টি ইউনিয়নের পুরুষ- মহিলা বয়স্ক ভাতা,বিধবা ভাতার পাশ বহি বিতরণ অনুষ্ঠান আজ ৩১ আগস্ট শনিবার দুপুর ১২.০০টায় কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেনঃ জনাব মামুন আল মাসুদ খান,চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কিশোরগঞ্জ সদর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মাছুমা আক্তার, (মহিলা) ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, কিশোরগঞ্জ সদর এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আব্দুল কাদির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার,কিশোরগঞ্জ সদর৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মামুন আল মাসুদ খান বলেন, “১৫ আগস্টে স-পরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, দেশে না থাকায় আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা ও শেখ রেহেনা সেদিন বেঁচে ছিলেন আর আজ এই মমতাময়ী মা শেখ হাসিনা সুন্দরভাবে দেশ পরিচালনা করে যাচ্ছেন৷
সারা বিশ্বে এক কলঙ্কময় ঘটনা ছিল এই ১৫ আগস্ট ৷
ইতিহাস সৃষ্টিকারী দল আওয়ামী লীগ আর আওয়ামী লীগই প্রথম ১৯৯৮ সালে ১০০টাকা করে এই ভাতা চালু করেছিল যার পর থেকে আজকে বয়স্ক,বিধবা ভাতা ৫০০টাকা, প্রতিবন্ধী ভাতা ৭০০টাকা পর্যন্ত বৃদ্ধি করেছেন৷ বীরের জাতি হিসেবে আমরা দেশকে ভালোবেসে এগিয়ে নিতে চাই৷”
আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়৷
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম