গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা প্রেস ক্লাবের একাংশের সাবেক সভাপতি, গাইবান্ধা সরকারি কলেজের সাবেক আরবি বিভাগের অধ্যাপক ও সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুল ওহাব লাবীব স্মরণে শনিবার গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে এক শোক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সকলে দাঁড়িয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করেন।
কাচারী বাজারস্থ গাইবান্ধা প্রেস ক্লাব একাংশের সভাপতি কেএম রেজাউল হকের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সহ-সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, যুগ্ম সম্পাদক আবেদুর রহমান স্বপন, ইদ্রিসউজ্জামান মোনা, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক কুদ্দুস আলম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য রেজাউল হক মিতা, ফেরদৌস ইসলাম খান, রজতকান্তি বর্মন, রিক্তু প্রসাদ, শেখ হুমায়ুন হক্কানী ও সময় টিভির গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দ।
উলেখ্য, গাইবান্ধা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শহরের কলেজ রোডের বাসিন্দা অধ্যাপক আব্দুল ওহাব লাবীব (৮৩) শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা ইবনেসিনা হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি.....রাজিউন)। মৃত্যুকালে তিনি ২ ছেলে রেখে গেছেন। শনিবার বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জের কুড়িবাড়ি মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম