মো. স্বপন হোসেন, নিজস্ব প্রতিনিধি, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ:
কামালিয়ারচর হাই স্কুল মাঠে জানাজা শেষে সাংবাদিক মো. মোখলেছুর রহমান বিপ্লবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
আজ বুধবার যোহর নামাজ বাদ কিশোরগঞ্জ জেলার কামালিয়াচর উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিক মুখলেছের জানাজা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাজায় উপস্থিত ছিলেন "দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম"র প্রধান উপদেষ্টা ও ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এস.এম.মিজানুর রহমান মামুন, দেশেরবার্তা ২৪ ডটকমের সহঃ সম্পাদক মোঃ রাজন আকন্দ, ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিমেল ও কিশোরগঞ্জ ষোলোআনা ফাউন্ডেশনের সকল সদস্য, কিশোরগঞ্জ আখড়া বাজার "স্বপ্ননীড় একাডেমী"র পরিচালক সুলাইমান কাদির মাসুদ সহ স্বপ্ননীড় একাডেমীর পরিচালনা পর্ষদ, এডভোকেট আবু বাক্কার সিদ্দিক মিলন-আয়কর আইনজীবি জর্জ কোর্ট কিশোরগঞ্জ, মোঃ নাদিমুল ইসলাম-শিক্ষক জাঙ্গালিয়া স্কুল এন্ড কলেজ (পাকুন্দিয়া-কিশোরগঞ্জ), এহসানুল হক অমি-সাংগঠনিক সম্পাদক ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ শাখা, মোঃ হুমায়ুন কবির- ব্যাবস্থাপক স্বপ্ননীড় একাডেমী ও এরিয়া ম্যানেজার ময়মনসিংহ (সেলস) রক্সি পেইন্ট, মোঃ এনামুল হাসান- সাধারণ সম্পাদক হোসাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘ (পাকুন্দিয়া-কিশোরগঞ্জ), মোঃ জুনায়েদুল হক শাহিন-যুগ্ন সম্পাদক হোসাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘ (পাকুন্দিয়া-কিশোরগঞ্জ), মোঃ সাইফ শাহ্, মোঃ মারুফ, মোঃ রিয়াদ রেজা এবং স্থানীয় আওয়ামীলীগ সভাপতি ও বিভিন্ন নেতৃবৃন্দ আত্মীয়স্বজন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ অনেক শুভাকাঙ্ক্ষী।
জানাজার নামাজের পূর্বে সবার উদ্দেশ্যে কথা বলতে যেয়ে ছোট ভাই হামিদুর রহমান দূর্জয় বার বার কান্নায় ভেঙ্গে পড়ছিলো।সবার কাছেই ভাইয়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন দূর্জয়।
সাংবাদিক মুখলেছের স্মৃতিচারণ করতে গিয়ে দেশেরবার্তা ২৪ ডটকমের প্রধান উপদেষ্টা ও ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি এস.এম.মিজানুর রহমান মামুন বলেন,আজকে আমরা যাকে সামনে নিয়ে দাঁড়িয়ে আছি যিনি আমাদের সামনে চিরনিদ্রায় শায়িত তিনি একাধারে একজন সাংবাদিক,সমাজসেবক ও শিক্ষক।তিনি ছিলেন মানবতার ফেরিওয়ালা, আমি যদি তার গুনের কথা বলি তবে শেষ করতে পারবো না। তিনি এতই ভাল ছিলেন যে, সহজেই মানুষের সাথে মিশে যেতেন, মানুষকে ভালবাসতেন।উনার মত এভাবে আমাদের সবাইকে একদিন এই পৃথিবী থেকে চলে যেতে হবে, আসুন সবাই মিলে উনার জন্য দোয়া করি আল্লাহ যেন উনাকে বেহেশত নসীব করেন।
জহিরুল ইসলাম হিমেল বলেন, মুখলেছ ভাইয়ের সাথে মাত্র এক বছরের সম্পর্ক, কিন্তু এই একবছরে উনি ভাই বন্ধু ও সহকর্মী থেকে হয়ে গিয়েছেন অন্তরাত্মা। এত সহজে মানুষের সাথে মিশতেন এবং তার ভালবাসা দিয়ে মানুষের হৃদয়ে যায়গা করে নিতেন।উনার এই অকাল মৃত্যু মানতে খুব কষ্ট হচ্ছে,তবু নিয়তির কাছে আমরা বড় অসহায়।আসুন সবাই আমাদের মুখলেছ ভাইয়ের জন্য মনখুলে উপরওয়ালার কাছে দোয়া করি।
সুলাইমান কাদির মাসুদ বলেন,মুখলেছ ভাই ছিলেন আমাদের স্বপ্ননীড় একাডেমীর ব্যাবস্থাপক।প্রতিটা কাজ তিনি সততা ও নিষ্টার সাথে পালন করতেন।নিজ থেকে অনেক দায়িত্ব নিয়ে মনযোগসহকারে কাজ করতেন,উনার মত একজন ভাল মানুষ আমাদের সহকর্মী হয়েছে এটা সত্যিই আমাদের ভাগ্য ছিল।গতকালও ভাইয়ের সাথে অনেক কথা হলো অথচো আজ তিনি লাশ হয়ে আমাদের সামনে সুয়ে আছেন। উনার এই আকস্মিক চলে যাওয়াতে আমরা কিছুতেই মেনে নিতে পারছিনা,উনার এভাবে চলে যাওয়ায় আমাদের যে ক্ষতি হয়েছে তা কোনদিন পূরণ হবার নয়।আমরা শুধু সহকর্মী নয় বরং একজন ভাইকে হারিয়েছি, সবাই উনার জন্য দোয়া করবেন উনাকে মাফ করে দিবেন।
স্থানীয় আওয়ামীলীগ সভাপতি বলেন, মুখলেছের মত ছেলে এভাবে হঠাৎ করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে এটা সত্যিই বেদনার। এই অল্প বয়সে সে এতগুলো কাজের সাথে জড়িত ছেলে এটা তার চরিত্রগুনের ফল।এলাকার ছোট বড় সবার সাথে তার খুব ভাল সম্পর্ক ছিল।আমরা একটা প্রতিভা হারিয়েছি
স্থানীয় শিক্ষক বলেন,উনি সত্যিই খুব চমৎকার ও অমায়িক মানুষ ছিলেন,ছিলেন আদর্শ একজন শিক্ষক।সময়ের প্রতি ছিলেন খুবই সচেতন, উনি সময়ের কাজ সময়ে করেছেন।উনার এভাবে চলে যাওয়াটা সত্যি আমাদের জন্য খুব কষ্ট হচ্ছে, দোয়া করি আল্লাহ যেন তাকে বেহেশত দান করেন।
সবশেষে হাজারো মানুষের উপস্তিতিতে অনুষ্ঠিত হয় সাংবাদিক মুখলেছের জানাজা।জানাজা শেষে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, ৩০ বছর বয়সী মো. মোখলেছুর রহমান গতকাল বুকে ব্যথা জনিত রোগে আক্রান্ত হলে তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ও মেডিল্যাব হাসপাতালে পরীক্ষা-নিরিক্ষা করা হয়েছিল। কিশোরগঞ্জ সদর হাসপাতালে দেখানোর পর ইসিজি রিপোর্ট ভালো আসায় কিছু মেডিসিন দেয়া হয়। তারপর বাসায় নিয়ে যাওয়ার পর রাতে আবার বুকে ব্যাথা ও সারা শরীর অবশ হতে থাকলে অবস্থার অবনতি দেখা দেওয়ায় কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাংবাদিক মুখলেছ তিন ভাই বোনের মধ্যে ছিলেন সবার বড়।ছোট থেকেই অনেক কষ্ট ও সংগ্রামের মধ্যে মানুষ হয়েছেন।গত একবছর আগে তার বাবাও তাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী থেকে পাড়ি জমান না ফেরার দেশে। মুখলেছ লেখাপড়ার পাশাপাশি স্কুলের ছেলেমেয়েদের প্রাইভেট পড়িয়ে ধরেছেন সংসারের হাল, করতেন কিন্ডারগার্ডেনে শিক্ষকতা। এরপর লেখাপড়া শেষ করেই যুক্ত হন সাংবাদিকতা সহ বিভিন্ন সামাজিক ও মানবসেবা কর্মকান্ডে। সাংবাদিক মুখলেছ প্রথমে "দেশেরবার্তা টোয়েন্টিফোর ডটকম" এর উপজেলা প্রতিনিধি থেকে পরে সহকারী নিউজ এডিটর, ষোলোআনা ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কমিটির অর্থ সম্পাদক ও "স্বপ্ননীড় একাডেমী"র ব্যবস্থাপক হিসেবে দায়িত্বরত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম