আমতলীতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ছুড়ে ফেলার অভিযোগ

এস এম রাসেল
আমতলী(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা আমতলী উপজেলা মানিকঝুড়ি বাজারে রবিবার দুপুরে পরিবহন কাউন্টারে আলতাফ গাজীকে মারধর করে এবং কাউন্টারে থাকা আসবাবপত্র ভাঙচুর করে এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ছুড়ে ফেলেছে সন্ত্রাসীরা।
খবর পেয়ে আমতলী থানার এসআই মোসাঃ নাসরিন সুলতানা ও এএসআই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আহত আলতাফ গাজী বলেন,আজ রবিবার দদুপুরে ফারুখ খান, সাইফুল রাহাত, হোসেন মোল্লা ও শহীদ মোল্লা ঢাকাগামী বাস ভারার কথা জিজ্ঞেস করে আমি ভারা চাওয়াতে তারা ক্ষিপ্ত হয়ে আমার অফিসে থাকা আসবাবপত্র, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ছুড়ে মাটিতে ফেলে দেয়। আহত আলতাফ গাজী আরো বলেন, বিগত উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে আমার অফিস আওয়ামীলীগের কার্যালয় হিসেবে ব্যবহার করে। আমি ওই নির্বাচনে আওয়ামীলীগের পক্ষ করেছি। ফারুক খান স্বতন্ত্র প্রাথীর পক্ষ করেছে। এতে ক্ষিপ্ত হয়ে ফারুক খান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার পরিবহন কাউন্টারে এমন ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত ফারুক খান বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ তুলেছে। আমি এ ঘটনা জানিনা।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
