প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৮:১২ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৪, ২০১৯, ১০:১৭ পি.এম
সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামীলীগের ঐক্যবদ্ধ হতেই হবেঃ- এম,পি নাছির

শাহারিয়ার হুসাইন : ঝিকরগাছা-চৌগাছার সংসদ সদস্য ডাঃ নাছির উদ্দিন বলেছেন, আওয়ামীলীগ সংগঠনকে সুসংগঠিত করে গড়ে তুলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। তাহলে শত্রুর মোকাবেলা করে দেশকে এগিয়ে নেওয়া যাবে। দেশের উন্নয়ন করে দেশকে এগিয়ে নিতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করার কোন বিকল্প নেই। তাই দেশের উন্নতির জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে আওয়ামিলীগকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।
শনিবার বিকালে ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক শোক সভা ও দোয়া মহাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিছার আলীর সভাপতিত্বে এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, যুগ্ন-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আব্দুস সালাম খান স্বপন, বাঁকড়া কলেজের সভাপতি মহাসীন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ও যুবলীগ নেতা জাকির হোসেন সহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীগণ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম