আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে অন্যায় অনিয়ম দ‚র্নীতির বিরুদ্ধে কাফনের কাপড় পড়ে ৭১ দিনের চলমান আন্দোলনের বিষয়ে অবগত করার লক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি আজ ১৮ আগস্ট আজ রবিবার সকালে ঘন্টাব্যাপী অবস্থান পূর্বক প্রদান করা হয়েছে।
কাফনের কাপড় পড়ে ৭১ দিনের চলমান আন্দোলনের অষ্টমদিনে আন্দোলনকারী সাংবাদিক আশরাফুল ইসলাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপস্থিত হয়ে জেলা প্রশাসক মো.আব্দুল মতিনের হাতে এ স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে পলাশবাড়ী উপজেলায় অন্যায় অনিয়ম ও দ‚র্নীতির বিরুদ্ধে নিজের জন্মধারিনী মায়ের হাতে কাফনের কাপড় পড়ে ৭১ দিনের কর্মস‚চী ঘোষণা করেন সাংবাদিক আশরাফুল ইসলাম। এ মাসের গত ১০ আগস্ট হতে হতে তিনি কাফনের কাপড় পড়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম