গাইবান্ধায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি অব্যাহত \ নতুন আরও ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ ১৭ আগস্ট শনিবার নতুন করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে আরও ১২ জন রোগী ভর্তি হয়েছে। উল্লেখ্য, এ নিয়ে এ পর্যন্ত গাইবান্ধায় ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১০৯ জন।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন নতুন ১২ জনসহ সকল ডেঙ্গু রোগীরাই সম্প্রতি ঢাকা থেকে ঘুরে এসেছেন এবং সেখান থেকেই তারা ডেঙ্গুর জীবানু বহন করে গাইবান্ধায় এসে অসুস্থ্য হয়ে পড়েন বলে জানা গেছে।
এদিকে ডেঙ্গু আতংকে সামান্য জ্বরে ও টাইফয়েডে আক্রান্ত রোগীরা হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে রোগীর চাপে সরকারি হাসপাতালগুলো এখন বেহাল অবস্থা।
