বরিশাল প্রতিনিধি :
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় রুশা (১০) নামের এক শিশু মারা গেছে। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) শনিবার (১০ আগস্ট) সকালে শিশুটি মারা যায়। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিমের পরিচালক ডাক্তার বাকির হোসেন।
রুশা ঝালকাঠির রাজাপুর উপজেলার জীবনদাশকাঠি এলাকার রুহুল আমিনের মেয়ে ও ঢাকার মোহাম্মদপুরের ওয়াই ডব্লিউসিএ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী।
পরিচালক জানান, শিশুটি ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়ে ঈদ উপলক্ষ্যে বাব-মার সাথে গ্রামের বাড়িতে আসে। পরে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে শুক্রবার (৯ আগস্ট) রাত ৯ টায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে শিশুটি মারা যায়।
উল্লেখ্য, এ নিয়ে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুসহ চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। আর বরিশাল বিভাগে মোট ছয়জন মারা গেলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম