আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
কাশ্মীরে মুসলমানদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া ও তাদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবিতে আজ ৯ আগস্ট গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
বিক্ষোভ মিছিল শেষে প্রেস ক্লাব সংলগ্ন সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাজেদ, আলহাজ্ব হাফিজুর রহমান মাস্টার, শ্রমিক নেতা হাফেজ মো. হাফিজুর রহমান, ছাত্রনেতা ওলিলাহ বিন আনোয়ার, যুবনেতা আল আমিন বিন আজাদ, হাফেজ আব্দুল হাই, মো. আনোয়ারুল ইসলাম, মুফতি তাওহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, কাশ্মীরে মুসলমানদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়া ও তাদের উপর জুলুম নির্যাতন বন্ধের দাবি জানান। সেইসাথে ৩৭০ অনুচ্ছেদ বাতিল করায় ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। বক্তারা আরও বলেন, জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করে কাশ্মীরে মুসলিমদের পাশে থাকার বাংলাদেশ সরকারের প্রতি আহবান জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম