আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধায় বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারকে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। আজ ৬ আগস্ট মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরা পাড়া চরের গণউন্নয়ন একাডেমি মাঠে প্রধান অতিথি হিসাবে এই ত্রাণ বিতরণের উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের রংপুরে বিভাগের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এসময় তিনি বানভাসী মানুষের জীবন যুদ্ধের চিত্র দেখে বলেন, আইন শৃংখলা রক্ষার পাশাপাশি যে কোন মানবিক সহায়তা প্রদানে ভুক্তভোগীদের পাশে দাড়াতে সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ পুলিশ।
ত্রাণ বিতরণপ‚র্ব আলোচনা সভায় গাইবান্ধা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে ত্রাণ বিতরণে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারি, অতিরিক্ত পুলিশ সুপার সি সার্কেল আসাদ মিয়া গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার, গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান পিপিএম প্রমুখ।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম