4:10 PM, 13 November, 2025

স্বরাষ্ট্রমন্ত্রীর ভারত সফর

asaduzzaman-khan

নিজস্ব সংবাদদাতাঃ একদিনের সফরে ভারতে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সপ্তম বৈঠকে যোগদান করবেন। এসময় বাংলাদেশে থেকে যাওয়া ১৬ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বও দিবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল বুধবার (৭ আগস্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে ওই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানানো হয়, ওই বৈঠকে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর প্রতিনিধিদলটি এই দিন স্থানীয় সময় বেলা ১টা ৩০ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

দিল্লিতে অনুষ্ঠেয় স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে আন্তঃসীমান্ত নিরাপত্তা, সীমান্তে চোরাচালান ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের হয়ে নেতৃত্ব দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে দিবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর ৮ আগস্ট দেশে ফিরবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ষষ্ঠ বৈঠকটি গত বছরের অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।