প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৫:২০ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৬, ২০১৯, ৮:২১ এ.এম
জন্মের ১৭ বছর ধরে ভাত না খেয়ে বেচে থাকা রিচির গল্প

আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারিয়া করিম রিচি জন্মের ১৭ বছর ধরে ভাত না খেয়ে থাকার গল্পটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়ে পরেছে।
বাঙ্গালী মাছে ভাতে প্রিয় এটাই বাঙ্গালীর প্রধান খাবার ।আর এতে অরুচি বা অভ্যাস্ততা নেই কিংবা অভিমান তাও নয় । এমনই এক আজব অজানা জন্মের ১৭ বছর ধরে ভাত না খেয়ে থাকার অধ্যায় সৃষ্টি করেছেন ফারিয়া করিম রিচি।
তিনি আমতলী সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী । তিনি আমতলী পৌরশহরের আমতলী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পিভিএ’র উপদেষ্টা মো. রেজাউল করিম এবং মুক্তিযোদ্ধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন নাহার বেগমের জ্যেষ্ঠ কন্যা।
জন্মের ১৭ বছর পার হলেও ভাত মুখে না তোলারও বছর পার হলো ১৭। তিনি ১৭ বছর ভাত না খেয়ে বেশ ভালই আছেন। ভাতের পরিবর্তে তার খাদ্য তালিকায় রয়েছে রুটি, মাংশ,নুডলস এবং ফাস্ট ফুডস।
রিচি সাংবাদিকের প্রশ্নে একথা জানান,তার ভাত খাওয়া না খাওয়ার মাঝে পৃথক ভাবে বেধগম্য হয়না। এটা অভ্যাস হলো জন্মের পর থেকেই ফিটার, জুস, ফাস্ট ফুডস এর নানান স্বাদযুক্ত খাবার দির্ঘ দিন খেতে থাকায় ভাত খাবারের উপযুক্ত সময় পার হলে তারপর মোটেই ভাতের তৃষ্ণার্ত তৃপ্তি হারিয়ে ফেলেছি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম