গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন। আজ ৫ আগস্ট সোমবার দিবাগত রাত ২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কালীতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি পাথর বোঝায় ট্রাক উপজেলার কালীতলা বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক নিহত হয়। নিহত ট্রাক চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ দিকে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রতন শর্মা সাংবাদিকদেন জানান- সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ট্রাক চালকের লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
পলাশবাড়ীতে আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম বাবুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
গাইবান্ধা জেলা প্রতিনিধি
"আংতক নয় সচেতনতাই প্রতিরোধে প্রতিকার,নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি "চল যাই যুদ্ধে -এডিস মশার বিরুদ্ধে সাবধান ও সচেতন হোন আগেই শ্লেগাণে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য পলাশবাড়ী পৌর সভার সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুর উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে আজ ৫ আগস্ট সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরের লিফলেট বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মেজবাউল হোসেন।
এসময় উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু,উপজেলা জাসদের সাংবাদিক নুরুজ্জামান প্রধান,ছাত্রলীগ নেতা নাজিবুর রহমান নয়ন, পলাশ, সৈকত,জাহিদ, ওসমান সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপরে উপজেলার পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন ও জনসচেতনা মূলক লিফলেট বিতরণ করা হয়।এসময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম