3:40 AM, 13 November, 2025

গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা প্রচার অভিযান

Gaibandha-003 (2)

গাইবান্ধা জেলা প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সংগঠন গাইবান্ধায় লিফলেট বিলি, মানববন্ধনসহ নানা প্রচার অভিযান শুরু করেছে। এদিকে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভায় বন্যা পরবর্তী পরিস্কার-পরিচ্ছন্নতার অভিযানসহ ফকার মেশিন দিয়ে মশক নিধনে ব্যাপক কার্যক্রম শুরু করেছে।

এদিকে গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে আজ ৩ আগস্ট শনিবার আইনজীবিরা জেলা শহরে ডেঙ্গু প্রতিরোধে প্রচার অভিযানের অংশ হিসেবে পথসভা ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করে। এই কর্মসূচির অংশ হিসেবে কাচারী বাজারের আইনজীবি মার্কেট, হর্কাস মার্কেট, ১নং ট্রাফিক মোড়সহ প্রধান প্রধান সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে আইনজীবিরা পথসভা ও লিফলেট বিতরণ করে।
জেলা বারের সভাপতি অ্যাড. ফারুক আহমেদ প্রিন্সের সভাপতিত্বে পথসভাগুলোতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড. আহছানুল করিম লাছু, যুগ্ম সম্পাদক অ্যাড. জিএসম আলমগীর, মহিবুল হক মোহন, আনিস মোস্তফা তোতন, মোজাহিদুর রহমান, রুহুল আমিন, মাহবুবর রহমান, রফিকুল ইসলাম চ ল প্রমুখ।

বক্তারা বলেন, জনসচেতনতা গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তারা এ জেলায় ডেঙ্গু ছড়িয়ে যাওয়ার আগেই সবাইকে এব্যাপারে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া প্রত্যেকটি বাসাবাড়ির সামনে, আনাচে-কানাচেসহ ঝোপ-জঙ্গলগুলো পরিস্কার করতে হবে, ¯েপ্র’র মাধ্যমে, ব্লিচিং পাউডার ছিটিয়ে মশা-মাছি নিধন এবং পরিস্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করতে সংশ্লিষ্ট সকলকে আহবান জানানো হয়।

ডেঙ্গুর ভয়ে সামান্য জ্বরে আক্রান্ত রোগীরাও হাসপাতালে ভর্তি হচ্ছে
গাইবান্ধায় ডেঙ্গুর প্রকোপ ক্রমান্বয়ে বাড়ছে \ ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসাধীন
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় ডেঙ্গু রোগের প্রকোপ ক্রমান্বয়ে বাড়ছে। শনিবার পর্যন্ত গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ১৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তবে সিভিল সার্জন জানিয়েছে, গোটা গাইবান্ধা জেলায় এ পর্যন্ত ১৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে সনাক্ত করা গেছে।

এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে এই ভয়ে সামান্য সর্দি, জ্বর, কাশি, ভাইরাল ফিভারে আক্রান্ত রোগীরাও হাসপাতালে ভর্তি হচ্ছে। ফলে হাসপাতালে রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ২০০ বেডের গাইবান্ধা আধুনিক হাসপাতালে বেডে স্থান সংকুলান না হওয়ায় ওয়ার্ডের মেঝেতে এবং করিডরে ভর্তিকৃত রোগীরা চিকিৎসা নিচ্ছে।
গাইবান্ধা আধুনিক হাসপাতালের তত্ত¡াবধায়ক সুত্রে জানা গেছে, ডেঙ্গু রোগে আক্রান্তদের মধ্যে সুন্দরগঞ্জ উপজেলার ২ জন সাগর মিয়া ও এনাস, গাইবান্ধা সদর উপজেলার ৬ জন রাশেদুল, ফাহিম, রুবেল, এনামুল, শ্রাবন ও প্রিয়া আকতার, সাদুল্যাপুর উপজেলার ২ জন নিশা ও সাজেদা খাতুন, পলাশবাড়ি উপজেলার ৩ জন সুলতানা, শিহাব ও সবুজ মিয়া এবং গোবিন্দগঞ্জ উপজেলার ২ জন পারভেজ ও সাদা মিয়া।
সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, স্থানীয় পর্যায়ে কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। হাসপাতালে চিকিৎসাধীন সকল ডেঙ্গু রোগীরাই স¤প্রতি ঢাকা থেকে ঘুরে এসেছেন এবং সেখান থেকেই তারা ডেঙ্গুর জীবানু বহন করে গাইবান্ধায় এসে অসুস্থ্য হয়ে পড়েন বলে জানা গেছে।
এদিকে গাইবান্ধা জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় দ্রæত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সুষ্ঠুভাবে চিকিৎসা প্রদান করা হচ্ছে। পাশাপাশি এডিস মশা নিধনেও স্বাস্থ্য বিভাগ থেকে কার্যকর নানা ব্যবস্থা করা হচ্ছে।