বিভাগে ডেঙ্গু আক্রান্তের শীর্ষে খুলনা ও যশোর

২৪ ঘন্টায় নতুন ৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত, মোট আক্রান্ত ৫০৯ জন
মো: তৌহিদুর রহমান তাহসিন, খুলনা প্রতিনিধি:
সরকারি হিসেব অনুযায়ী বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে নতুন করে ১০ জেলায় আরও ৭৯ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে খুলনা ও যশোরে আক্রান্তের সংখ্যা বেশি। শুক্রবার খুলনা স্বাস্থ্য অধিদপ্তর (রোগ নিয়ন্ত্রণ) থেকে এ তথ্য জানানো হয়।
খুলনা স্বাস্থ্য অধিদপ্তর (রোগ নিয়ন্ত্রণ) সহকারী পরিচালক ডাঃ ফেরদৌসী আক্তার বলেন, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগে আরও ৭৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে খুলনায় ১৫ জন, সাতক্ষীরায় ৫ জন, বাগেরহাটে ২ জন, যশোরে ১৯ জন, ঝিনাইদহ ৮ জন, মাগুরায় ৭ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ১১ জন, চুয়াডাঙ্গায় ৪ জন ও মেহেরপুরে ১ জন রয়েছে। তিনি বলেন, এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু জ্বরে আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জন। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, ১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ছিলো ৪৩০ জন। এর মধ্যে খুলনায় ডেঙ্গু হেমোরেজিক ফিভার (ডিএইচএফ) রোগী ছিলো ২ জন এবং নড়াইলে ডেঙ্গু শক সিনড্রোম (সিএসএস) আক্রান্ত রোগী ২ জন পাওয়া যায়। এছাড়া ডেঙ্গু ফিভারে আক্রান্তের সংখ্যা ৪২৬ জন।এদিকে দিনকে দিন ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক দল। ডেঙ্গু ভয়াবহতায় জরুরি অবস্থা জারীর আহবান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ। ডেঙ্গু জ্বর আতঙ্কে পুরো দেশ। ফেসবুক, টুইটার, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগযোগ মাধ্যমে ডেঙ্গু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।
খুলনা স্বাস্থ্য অধিদপ্তর (রোগ নিয়ন্ত্রণ) সূত্র মতে, ১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫০৯ জন। মারা যায় একজন। খুলনা ও যশোর জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের সংখ্যা বেশি। আক্রান্তের মধ্যে খুলনা জেলায় ১৩৩ জন ও যশোর জেলায় রয়েছে ১৩৪ জন। এছাড়া বাগেরহাটে ১০ জন, সাতক্ষীরায় ৩১ জন, ঝিনাইদহে ৪৩ জন, মাগুরায় ২০ জন, নড়াইলে ১৮ জন, কুষ্টিয়ায় ৯৭ জন, চুয়াডাঙ্গায় ১৭ জন ও মেহেরপুরে ৬ জন রয়েছে। এছাড়া এর আগে আরও ৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ খুলনা মহানগর ও জেলা নেতৃবৃন্দ এক বিবৃতিতে উল্লেখ করেছেন, ডেঙ্গু ভয়াবহতা ক্রমাগত যেভাবে বেড়ে চলেছে তার জন্য জরুরি অবস্থা জারী করে সরকার ও সকল সংগঠনের সংস্থাকে এক সাথে কাজ করা প্রয়োজন। বিবৃতিতে তারা উল্লেখ করেন, খুলনা সিটি কর্পোরেশন এখনও দৃশ্যমান কোনো কাজ করছেন না। জলবাব্ধতা বেড়েই চলেছে। মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেই। হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ, বেড ও জনবল সঙ্কট। তাই সরকার বা দপ্তরসমূহের প্রতিনিধিদের বেশি কথা না বলে কাজ করার আহবান জানান। বিবৃতিদাতারা হচ্ছেন জাসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মন্টু, জেলা সভাপতি শেখ গোলাম মোর্তুজা ও সাধারণ সম্পাদক স.ম রেজাউল করিম।
