আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ডেঙ্গু রোগের প্রতিকারসহ ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ ও সুচিকিৎসার দাবিতে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা গতকাল বৃহস্পতিবার শহরের ডিবি রোড আসাদুজ্জামান স্কুলের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, সহ-সভাপতি সুভাষিনী দেবী, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, শামীম আরা মিনা প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। সরকারি পরিসংখ্যান সেল অনুযায়ী এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজারের অধিক, আর এই রোগে মারা গেছে ১৪ জন। তবে বেসরকারি হিসেব মতে এর সংখ্যা ৫০ জনের অধিক। বক্তারা আরও বলেন, ঢাকা এখন ডেঙ্গুর শহরে পরিণত হয়েছে। ঢাকা ২ সিটির মেয়র পরস্পর পরস্পরের বক্তব্যে খামখেয়ালি আর একের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছে। ডেঙ্গু শনাক্তের জন্য জেলাগুলোতে পর্যাপ্ত সরঞ্জাম নেই। অবিলম্বে সারাদেশের জেলা-উপজেলা হাসপাতালগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করণ ও ডেঙ্গু রোগের সুচিকিৎসা করার আহবান জানান।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম