আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউনিয়নের জনসংখ্যা প্রায় ত্রিশ হাজার এর প্রায় অর্ধেক মানুষ অতিদরিদ্র পরিবার যারা আসা করে ঈদ সহ বিভিন্ন বড় ধর্মীয় উৎসবে সরকার তাদের একটু সহায়তা প্রদান করবে।
একারণেই অতিদরিদ্র পরিবার গুলোর মাঝে ভিজিএফ প্রদান করার অংশ হিসাবে উপজেলার হোসেনপুর ইউনিয়নের ১৫ শত পরিবারের মাঝে ভিজিএফ এর ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয় । গতকাল বৃহস্পতিবার ১ আগস্ট হাঁসবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় হতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু এসব চাউল বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যরাসহ ট্যাগ অফিসার ও পরিষদের সচিব সহ সাংবাদিকগণ।
বিদ্যালয়ের মাঠে কোনায় বসে এভাবেই বসে আছে। এরা হোসেনপুর ইউনিয়নের শেষ সীমানা কোনাবাড়ী গ্রামের সাজিয়া,বুলবুলি,সাধু,জোবেদা, মাইয়া, সাবেদা, মাসুদা,আছমা, মজিদা, তাহেরা, শাহানারা,এছোন বি,কোহিনুর,মাজেদা, সহ বেশ কয়েকজন অতিদরিদ্র পরিবারের সদস্যরা তারা জানান হামরা গরিব মানুষ হামারে কপালে নাই চাউলের ছিলিপ, হামরা দিন আনি দিন খাই। আর হামরা চাউল পাইনা। যতক্ষণ হলে বসে আছি। এতোক্ষণ মানষের বাড়ীতে কাজ করলে ২ কেজি চাউল পাওয়া গেলো হয়।
আবার চাউল বিতরণের স্থলে এক ব্যক্তির নিকট গোটা দশেক স্লিপ দেখা গেলে জানা যায়। সে চাউলের ব্যাপারি স্থানীয়দের নিকট হতে ক্রয় করেছেন। এ কারণে স্লিপের চাউল তুলছেন এ চাউলের ব্যাপারী।
ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু জানান, আমার ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ ভিজিএফ সহায়তা পাওয়ার যোগ্য আর পাইছি মাত্র ১৫ শত স্লিপ। স্লিপের চাইতে মানুষের সংখ্যা বেশী কাকে দেই কাকে না দেই। এসময় তিনি আগামী সময়ে প্রতিটি ইউনিয়নের অতিদরিদ্র মানুষের সংখ্যা অনুযায়ী ভিজিএফ এর স্লিপ বিতরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম