রংপুরে শোক দিবস উপলক্ষে বাসকশিপের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সরককরি কলেজ শিক্ষক পরিষদ (বাসকশিপ) কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল (বৃহস্পতিবার) ১লা আগস্ট রংপুর সাংগঠনিক ডিভিশন কর্তৃক “১৫ আগস্ট জাতীয় শোক দিবস” উপলক্ষ্যে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সাথে তার সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার আয়ু বৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাউর রহমান- সভাপতি, বাসকশিক কেন্দ্রীয় কমিটি, প্রধান আলোচক জনাব বাবু তুষার কান্তি মন্ডল-সাঃ সম্পাদক, আওয়ামীলীগ, রংপুর জেলা, বিশেষ অতিথিঃ জনাব আব্দুছ ছাত্তার-প্রিন্সিপাল, হারাগাছ সরকারি কলেজ, জনাব রমজান আলি তুহীন-সাঃ সম্পাদক, সেচ্ছাসেবক লীগ রংপুর মহানগর শাখা, সভাপতিত্ব করেন জনাব জাবেদ হুমায়ুন, সহকারী অধ্যাপক, হারাগাছ সরকারি কলেজ।এছাড়াও উপস্থিত ছিল জনাব আব্দুল্লাহ আল মামুন-সহ সাধারন সম্পাদক, বাসকশিপ, কেন্দ্রীয় কমিটি, মাসুদার রহমান মিলন- প্রচার সম্পাদক ও বিভাগীয় সমন্বায়ক বাসকশিক কেন্দ্রীয় কমিটি, মোন্নাফ খান বায়েজিদ-আইন বিষয়ক সম্পাদক,শামীম হাসান, মহিউদ্দিন, মানু মিয়া, জাহাঙ্গীর হোসাইন রবিউল ইসলাম, তারিকুল ইসলাম রনি, বুলবুল আহমেদ, রুহুল আমিন, নাছিমা ফেরদৌস ছন্দা, ইদ্রিস আলি, আবুল হাসিম, দিলিপ কুমার, জি এম ফিরোজ রব্বানী সোহেল, সুলতানা আরেফা, কেয়া জামান, লুৎফর রহমান , আনসার আলি সহ রংপুর বিভাগের অনেক শিক্ষকবৃনদ।সবশেষে দোয়া পরিচালনা করে জনাব আহসান হাবীব।উল্লেখ্য যে বাসকশিপের ১৩ টি সাংগঠনিক ডিভিশনে আগস্ট মাস ব্যাপি এই শোক সভার কর্মসূচি পালন করা হবে।
