সফিকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে গুজব প্রতিরোধে উপজেলার স্কুল, কলেজে, মাদ্রাসায় সচেতনতামূলক সভা করেছেন মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম আলম। বুধবার দুপুরে উপজেলার পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে ছেলেধরা গুজব নিয়ে এ গণ-সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুরাদনগর থানার ওসি একেএম মনজুর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউ’পি চেয়ারম্যান সফিকুল ইসলাম ও মুরাদনগর প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মফিজ উদ্দিন ও জামাল হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জে.আই জুয়েল, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, জাহাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এনামুল হক, ফারুক মেম্বার, জামাল উদ্দিন, সুমন মেম্বারসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ওসি একেএম মনজুর আলম বলেন, গুজবকারীরা দেশ এবং সমাজের শত্রু যারা গুজব ছড়াচ্ছে তাদেরকে ধরতে পুলিশ মাঠে কাজ করছে। গুজব প্রতিরোধ করতে হলে সবাই সচেতন হতে হবে। একটি কুচক্রী মহল পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে বলে এমন একটি গুজব ছড়াচ্ছে তাদের প্রতিহত করতে হলে পুলিশের পাশাপাশি শিক্ষার্থী এবং সচেতন মহল এক হতে হবে। গনপিটুনির মত বেআইনী কাজ করা যাবে না । গণপিটুনি দেওয়া একটি ফৌজদারি অপরাধ। এলাকায় কাউকে সন্দেহ হলে পুলিশকে খবর দিবেন। সভা শেষে শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম