4:46 PM, 13 November, 2025

এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধায় ৫শ’ বন্যার্ত পরিবারকে ত্রান সহায়তা প্রদান

dc news sks

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার দু’টি স্থানে ৫শ’ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব ত্রাণের মধ্যে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন করে বিতরণ করা হয়।
আজ ৩১ জুলাই বুধবার সকালে সদর উপজেলার পুলবন্দি এলাকায় তিন শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কর্মস‚চিতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন এবং জুবলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার সরকার।
এসকেএস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ ত্রাণ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর প্যানেল মেয়র তানজিমুল ইসলাম পিটার, এসকেএস ফাউন্ডেশনের পরিচালক (অর্থ) খোকন কুমার কুন্ডু, সহকারী পরিচালক মানব সম্পদ ও প্রশাসন মাহফুজার রহমান, সহকারী পরিচালক ডেভলমেন্ট প্রোগ্রামস খন্দকার জাহিদ সরোয়ার, অ্যাডভোকেসী এন্ড কমিউনিকেশন সেক্টরের কো-অর্ডিনেটর মোঃ আশরাফুল আলম, সমৃদ্ধি প্রকল্পের সমন্বয়কারী আল মনুতাজির তালুকদার, প্রকল্প সমন্বয়কারী এস কে মামুন প্রম‚খ।