প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৬:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০১৯, ১০:৫৩ পি.এম
বরগুনা ও বেতাগীতে ডেঙ্গু রোগে আক্রান্ত ২০ জন

এস এম মেহেদী হাসান
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনায় ২০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ডেঙ্গু আক্রান্ত হিসেবে শনাক্ত করেন। পুরুষ ১৪ জন, মহিলা ৪ জন এর মধ্যে ৫ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকের কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। অধিকাংশই রোগীই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সমপ্রতি ঢাকা থেকে ফিরেছেন তারা । বেতাগীতেও ছড়িয়ে পরছে এ রোগের প্রকোপ।এ পর্যন্ত প্রাথমিক ভাবে ২ জন রোগী মোঃ রাসেল (২৫) ও স্বাস্থ্য সহকারী সাজেদুল হাসান (৩৫) সনাক্ত করা হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জান গেছে, গত ৮ জুন বরগুনার ক্রোক এলাকার সাদেক, পিটিআই এলাকার সাইফুল্লাহ এবং হেউলিবুনিয়া এলাকার রাবি্ব জ্বরে আক্রান্ত হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। পরে পরীক্ষা-নিরীক্ষা শেষে হাসপাতালের চিকিৎসকরা তাদের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়া বিষয়টি নিশ্চিত করে হাসপাতালে ভর্তি করেন। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়াও প্রতিদিন ২-৩ জন ডেঙ্গু জ্বর নিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে আসতেছে।
বরগুনা জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. সোহরাফ হোসেন বলেন, বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১৮ জনকে আমরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হিসেবে শনাক্ত করেছি। এদের মধ্যে ৮ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অতি সমপ্রতি ঢাকা থেকে বরগুনা ফিরেছেন। তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। ৫ জনের অবস্থা গুরুতর দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বেতাগী হাসপাতালের ভারপ্রাপ্ত পঃ পঃ কর্মকর্তা ডা: সাকিল তানভীর বলেন, এ পর্যন্ত একজনকে ডেঙ্গু রোগী হিসেবে ও আরেক জনকে সন্দেহ জনক ভাবে ডেঙ্গু রোগী হিসেবে চিকিৎসা দেওয়া হয়েছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম