
নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীর রূপনগর এলাকার একটি বাড়ি থেকে জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে একই পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। শুক্রবার রাতে মিরপুরের রূপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আহমেদ আলী (৫৭), তার স্ত্রী সালমা আহমেদ (৫০), তাদের ছেলে জাকারিয়া (৩৫) ও কিবরিয়া (৩০) এবং তাদের মেয়ে আসমা ফেরদৌস দীপা (২৫)।
পুলিশের দাবি, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান বলেন, ‘শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) একটি বিশেষ দল। দীর্ঘসময় ধরে দরজায় কড়া নাড়লেও ওই পরিবারের কেউ দরজা খোলেনি। একপর্যায়ে দরজা খুলে ওই পরিবারের সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর চড়াও হয়। এতে পুলিশের তিন সদস্য আহত হন।’
তিনি আরো বলেন, ‘এসময় পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালালে ‘জঙ্গি’ জাকারিয়া গুলিবিদ্ধ হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদের আটক করা হয়।’
পুলিশ সুপার বলেন, ‘তারা ১২ বছরেরও বেশি সময় ধরে রূপনগরের এই বাড়িতে বসবাস করে আসছিলেন। আটক হওয়া সবাই আনসার আল ইসলামের সক্রিয় সদস্য।’
ওই বাড়ি থেকে দেশীয় অস্ত্র এবং জিহাদি বই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এছাড়া আহত পুলিশ সদস্যদের রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম