
ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন এর ৬০নং ওয়ার্ড এর মেরী গোল্ড স্কুল এন্ড কলেজ এবং পি.এন.পি শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ে কদমতলী থানার অফিসার ইনচার্জ নিজে কাউন্সিলিং সভা পরিচালনা করেন।

“তিনি তার বক্তব্যে বলেন, প্রতিটি ছাত্র/ছাত্রীই পারে সমাজকে একটি সুন্দর ও সুষ্ঠ ভাবে পরিচালনায় সহযোগীতা করতে। আমাদের দেশ আজ উন্নয়ন এবং সুন্দর এক আইনের ব্যবস্থায় পরিচালনা হচ্ছে। আজ আমরা যদি গুজব, মাদক ও ইভটিজিং নিয়ে এখনই ব্যবস্থা নিতে না পারি তাহলে সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হবে ছাত্র সমাজ। ছাত্র/ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমরা তোমাদের পড়ালেখার পাশে যদি সমাজকে সুন্দর ভাবে পরিচালনায় সহযোগীতা কর তাহলে পুলিশ ও সমাজের পরিচালনাকারী ব্যক্তিবর্গ সুন্দর একটি সমাজ উপহার দিতে পারবে।
বিশেষ করে গুজব সম্পর্কে বলেন, গুজব সব সমই একটি ভ্রান্ত ধারণাকে পুজি করে কোন ভাল কর্ম পরিচালনায় বাধা সৃষ্টি করে। কারণ প্রতিটি গুজবই দেখা যায় আমরা বুঝে না বুঝে সমাজের প্রতিষ্ঠিত করে ফেলছি আর, তার জন্য সাধারণ জনগণ বিভিন্ন বিপদে পড়ছে এবং সমাজে আতংক বিস্তার করছে। এতে করে সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হচ্ছে। তাই ছাত্র/ছাত্রীদের বলেন, কোন গুজব সম্পর্কে তোমরা যদি অবহিত হও, তাহলে সর্বপ্রথম পুলিশকে জানাও, এই জন্যে বাংলাদেশে পুলিশের ম্যাজিক নাম্বার ৯৯৯ নাম্বারে কল দাও। আর ইভটিজিং এবং মাদক সম্পর্কে সবাইকে সচেতন হতে বলেন, যেখানে মাদক, যেখানে ইভটিজিং সেখানেই প্রতিরোধ করতে হবে।
কাউন্সিলিং সভা সম্পর্কে, অভিভাবকদের মতামত নেয়া হলে, অভিভাবকবৃন্দ পুলিশের এই উদ্যোগকে সময়উপযোগী এবং কার্যকরী বলে জানান। তারা বলেন, আমরা অনেক সময় আমাদের সন্তানদের নিয়ে অনেক চিন্তিত থাকি, বিশেষ করে মেয়েদের নিয়ে। পুলিশ যদি আমাদের সাথে এরকম ভাবে সহযোগীতা করে, তাহলে আমরা খুবই সস্তিবোধ করি। আর সবচেয়ে বড় ব্যপার পুলিশের ম্যাজিক নাম্বার ৯৯৯ নাম্বারে কল্যানে আশা রাখি আমরা খুব সহজেই পুলিশকে সর্বসময় কাছে পাবো আশা করি।
এছাড়া, আজকের কাউন্সিলিং সভা পরিচালনার ক্ষেত্রে সার্বিক সহযোগীতা করেন, কদমতলী থানার পুলিশিং কমিটির সভাপতি আব্দুস সালাম বাবু সাহেব, মেরীগোল্ড স্কুলের পরিচালক সাইফুল ইসলাম লিটন, পি.এন.পি শহীদ ফারুক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন, স্কুলের অভিভাবক প্রতিনিধি বৃন্দ এবং ৬০নং ওয়ার্ডের সকল অভিভাবকবৃন্দ। উক্ত কাউন্সিলিং সভাতে বিভিন্ন সংবাদমাধ্যমও উপস্থিত ছিল।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম