2:03 PM, 13 November, 2025

সংসদ ভবন এলাকা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

bomb_0

নিজস্ব সংবাদদাতাঃ ঢাকায় সংসদ ভবন এলাকা খামারবাড়ি মোড়ের পুলিশ চেক পোস্টের কাছে থে‌কে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বোমা সদৃশ বস্তুটি দেখতে পায় সেখানে কর্মরত মেট্রোরেল প্রকল্পের কর্মীরা। খামারবাড়ী চত্তরকে ঘিরে রাখে পুলিশ। এ মসয় সেখানে গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলো।

মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে এমন ঘটনা ঘটে। ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের প্রধান এডিসি রহমত উল্লাহ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ী চত্তরে এই বস্তুটি প্রথম দেখতে পান। চত্তরে দায়িত্বরত পুলিশরাও এটি দেখতে পান।

এডিসি রহমত উল্লাহ চৌধুরী আরও জানান, মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের কাছে একটি বোমা পাওয়া যায়। এরই মধ্যে সেটি নিষ্ক্রিয় করা হয়েছে। সেখানে একটি কার্টনে বোমাটি রাখা ছিল বলে জানান তিনি।