পঞ্চগড়ে বৃক্ষমেলার উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী

কাজী সাইফুল,পঞ্চগড় সংবাদদাতাঃ
“শিক্ষায় বন প্রতিবেশ, আধুনিক বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে বৃক্ষরোপণ অভিযান, বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষমেলা-২০১৯ এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
২১ জুলাই (শনিবার) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে র্যালীটি পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন’র সভাপতিত্বে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে ১০ দিনব্যাপী এই বৃক্ষমেলার উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সাংসদ, রেলপথ মন্ত্রী এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। উদ্বোধন শেষে রেলপথ মন্ত্রী মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং অডিটোরিয়াম হল কক্ষে আলোচনা সভায় অংশ নেন।
পঞ্চগড় জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অায়োজিত বৃক্ষমেলার উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হানিফ, বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান প্রমূখ।
এসময় রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করেন।
