
নিজস্ব সংবাদদাতাঃ রাজধানীর বাড্ডায় ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয় জনতা। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তবে তার পরিচয় এখনো জানতে পারেনি পুলিশ। শনিবার বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডার কাঁচাবাজারের সামনের প্রাইমারি স্কুলের গেটে এ ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা যায়, উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তিনজন বোরকাপরা নারীকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে এলাকাবাসী। পরে ছেলেধরা সন্দেহে এক নারীকে গণপিটুনি দেয় জনতা। এ সময় অন্য দুজন পালিয়ে যান।
ওসি রফিকুল ইসলাম আরো জানান, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টির তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম