নিজস্ব সংবাদদাতাঃ কুমিল্লার আদালতে বিচারকের খাস কামরায় আসামির ছুরিকাঘাতে আরেক আসামির হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাইকোর্ট।
পাশাপাশি সুপ্রিম কোর্টসহ সারাদেশে আদালতগুলোতে বিচারক, আইনজীবী, বিচারপ্রার্থী ও আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, কুমিল্লার আদালতের ওই ঘটনার সময় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
আদালত ও বিচার সংশ্লিষ্টদের নিরাপত্তা চেয়ে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ উদ্বেগ প্রকাশ করে এ আদেশ দেন।
আগামী ৩০ জুলাই এ বিষয়ে আদালতকে জানাতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দেয়া হয়েছে।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
শুনানিকালে হাইকোর্ট বলেন, কুমিল্লার আদালতে খুনের ঘটনায় নিশ্চিতভাবেই পুলিশের গাফিলতি রয়েছে। যদি আদালতের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে ন্যায়বিচার নিশ্চিত হবে না।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম