11:45 AM, 13 November, 2025

‘গল্পে-গল্পে মুক্তিযুদ্ধ’ প্রামান্যচিত্র নির্মাণ প্রকল্প উদ্বোধনে সুন্দরগঞ্জে জেলা প্রশাসক

dc news 9-7--19

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বীরমুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন স্মৃতিভিত্তিক প্রামান্যচিত্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। আজ ৯ জুলাই মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রমান্যচিত্র নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলীর সভাপতিত্বে প্রামান্যচিত্র নির্মাণ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভ‚মি) মো. সোহেল মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, এমদাদুল হক বাবলু, প্রতাপ সিংহ প্রম‚খ।

এই প্রকল্পের আওতায় ধারাবাহিকভাবে প্রত্যেক বীর মুক্তিযোদ্ধার জন্য আলাদা আলাদা করে প্রমান্যচিত্র নির্মাণ করা হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বীরমুক্তিযোদ্ধারা আমাদের গৌরব। তাদের জন্য কিছু করতে পারলে সেটি আমাদের ভাল লাগে। মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে আজ আমরা এ অবস্থানে আসতে পারতাম না। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের ধারণা দিতে গেলে যুদ্ধকালীন স্মৃতি ধারণ করে রাখা একটি মহত কাজ