11:45 AM, 13 November, 2025

গাইবান্ধায় গ্যাস সংযোগ চালু এবং দেশে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ

Gaibandha PIC-05 (1)

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধায় গ্যাস সংযোগ চালু, গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও একই দাবিতে আগামী ৭ই জুলাই বামজোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে বাসদ মাকর্সবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বাসদ মাকর্সবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব মনজুর আলম মিঠু, সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবুর রহমান খোকা প্রমুখ।
বক্তারা বলেন, সরকার গ্যাসের সংকট বৃদ্ধি করার মাধ্যমে একদিকে ব্যবসায়িদের স্বার্থ রক্ষা করছে অন্যদিকে জনজীবনে বিপর্যস্ত করে তুলেছে। এ সংকট নিরসনে জনগণকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান। বক্তারা অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধি বাতিল এবং সেইসাথে আগামী ৭ জুলাই বামজোটের আহবানে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত হরতাল পালন করার জন্য জনগণের প্রতি আহবান জানান।