10:01 AM, 13 November, 2025

কদমতলী থানায় বর্ণাট্য র‌্যালি উৎদাযাপন  “নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯”

Kodomtoli Thana

মোঃ আলী আকবর রনী: “পুলিশ জনতা ভাই ভাই, নাগরিকের তথ্য দিন” এই  স্লোগান নিয়ে আজ সকাল ১১ ঘটিকায়, ঢাকা মেট্টেপলিটন পুলিশ এর আয়োজিত ‘‘নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ-২০১৯” উপলক্ষে ডিএমপির নিয়ন্ত্রিত কদমতলী থানার অধীনে এক জনকল্যান এবং জনসচেতনামূলক এক বিশাল র‌্যালি আয়োজন করা হয়। উক্ত আয়োজনের কদমতলী থানার অধীনের সকল পেশার মানুষ অংশ গ্রহন করে। মূলত র‌্যালিটি আয়োজনের মূল উদ্দেশ্য হলো। প্রতিটি মানুষের নিরাপত্তা, সকল মানুষের তথ্য সংগ্রহ করে মানুষ এর নিরাপদ থাকার ব্যবস্থা এবং যাতে করে কোন প্রকার মাদক, জঙ্গী তৎতপরতা নিশ্চিন্ন করে মানুষের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করা।

উক্ত র‌্যালিটিতে উপস্থিত ছিলেন, অতিঃ উপ-পুলিশ কমিশনার (শ্যামপুর-জোন) ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা, মাননীয় নাজমুন নাহার ম্যাডাম। র‌্যালিটি নিয়ে এডিসি মহোদয় মানুষের কাছে বলেন, “উক্ত আয়োজনটি হলো আপনাদের সকল নিরাপত্তা, নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা। আপনার যদি সঠিক ভাবে আপনাদের এলাকার সকল মানুষের তথ্য সঠিক ভাবে প্রদান করেন তাহলে আপনাদের মধ্যে কোন জঙ্গী, কোন অপরাধী লুকিয়ে থাকতে পারবে না। আপনারা যদি পুলিশকে সঠিক ভাবে সহায়তা করেন, তাহলে আমাদের অপরাধ দমন করার ক্ষেত্রে যেমন সুবিধা হবে, তেমনী ভাবে আমানাদের নিরাপত্তা ব্যবস্থা উন্নত হবে। আজকের র‌্যালিটিতে তীব্র রোদের মধ্যে মানুষের অংশগ্রহন করেছেন তাদের ডিএমপি এবং ওয়ারি জোনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।”

তাছাড়া উক্ত র‌্যালিটিতে আরও উপস্থিত ছিলেন, কদমতলী থানার থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর। কদমতলী থানার কমিউনিটি পুলিশ এর কদমতলী থানা সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম বাবু। এছাড়া কদমতলী থানার আওতাধিন সকল পেশার, সকল ধর্মে মানুষ অংশ গ্রহন করেন।