
নিউজ ডেস্কঃ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ভাগ্নেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সোহেল তাজ লেখেন, ‘আমার মামাতো বোনের ছেলে (ভাগিনা), সৈয়দ ইফতেখার আলম প্রকাশ (সৌরভ)-কে গত রবিবার (৯ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে অপহরণ করা হয়েছেI’
এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা জানেন বলেও উল্লেখ করেন সাবেক প্রতিমন্ত্রী। তিনি আরো লেখেন, ‘সৌরভকে ফিরিয়ে দেওয়া না হলে অপহরণকারীদের পরিচয় প্রকাশ করা হবে।’
সোহেল তাজ লেখেন, ‘যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অনুরোধ করছি সৌরভকে ফিরিয়ে দিতে তার পরিবারের কাছে। অন্যথায় আপনাদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করা হবে। ঘটনার আড়ালে কারা আছেন তা আমরা জানি।’
এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম