সাংবাদিকদের নামে আমলনামা সম্বেলিত চিঠি বিভিন্ন স্থানে প্রদান করায় গাইবান্ধা প্রেসক্লাবের প্রতিবাদ সভা

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা শহরের আসাদুজ্জামান মার্কেটস্থ গাইবান্ধা প্রেসক্লাবের সম্মানিত কয়েকজন সদস্যদের বিরুদ্ধে মিথ্যা ,বানোয়াট ,ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে চিঠি দেওয়ার প্রতিবাদে গতকাল ১৪ জুন শুক্রবার দুপুরে প্রেসক্লাব রুমে প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।
অত্র সংগঠনের সভাপতি শামিম উল হক শাহীনের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা বাসস এর প্রতিনিধি ও প্রেসক্লাব গাইবান্ধার সাধারন সম্পাদক(ভারঃ) সরকার মোঃ শহিদুজ্জামান, দৈনিক বাংলাদেশ প্রতিদিন এর জেলা প্রতিনিধি গৌতমাশিণ গুহ সরকার, দৈনিক মাতৃছায়া পত্রিকার নিবার্হী সম্পাদক হাসান হাবীব তালুকদার রিজন, সাপ্তাহিক জনসেনা পত্রিকার সম্পাদক ও আনন্দ টিভির ষ্টাফ রির্পোটার মিলন খন্দকার, ৭১টিভির জেলা প্রতিনিধি শামিম আল সাম্য, এসএটিভির জেলা প্রতিনিধি কায়ছার প্লাবন, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি এস.এম বিপ্লব ইসলাম, , মাতৃছায়ার বিশেষ প্রতিনিধি ফয়সাল জনি , দৈনিক গন মুক্তির জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন পবন, দৈনিক কালজীয় পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা , সিএনএন বাংলাটিভির ষ্টাফ রির্পোটার ফারহান শেখ, দৈনিক স্বদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি রানা সরকার ,খরব পত্র জেলা প্রতিনিধি আমিনুর রহমান, দৈনিক দিন প্রতিদিন জেলা প্রতিনিধি শেখ রওশন হাবীব, দৈনিক ভোরের ডাক জেলা প্রতিনিধি মশিউর রহমান মিঠু, দৈনিক গাইবান্ধার মুখ প্রতিনিধি এ্যাডঃ সালাউদ্দিন কাশেম, বাংলাটিভির জেলা প্রতিনিধি জাহিদ খন্দকার , জনতা টিভির জেলা প্রতিনিধি মাইদুল ইসলাম সহ প্রমুখ।
এসময় ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এ ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটলে তা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের নিয়ে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি করেন বক্তারা।
এবিষয়ে জেলা জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা গোপনে ও প্রকাশ্যে চললেও। আজ ১৪ জুন জেলার এ সাংবাদিক সংগঠনটির প্রতিবাদের পর বিষয়টি আরো পরিস্কার হলো যে এটি একটি বিশাল কোন চক্রের কাজ। যারা এহেন মিথ্যাচারে লিপ্ত হয়ে পড়েছে। তাদের বিরুদ্ধে ও যাদের আমলনামা প্রকাশ করা হয়েছে সে মোতাবেক তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা জরুরী বলে মনে করেন জেলার সাধারণ সচেতন মানুষ।
