মোঃ আলী আকবর রনীঃ আজ সকাল আনুমানিক ৮.৩০ মিনিটে যাত্রাবাড়ি/কদমতলী থানায় অবস্থীত শনির আখড়ায় এক্সিম ব্যাংক শাখায় এসি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরন ঘটে। বিষ্ফোরণের তিব্রতা এতোটা বিশাল ছিল যে, দোতালায় অবস্থীত ব্যাংক এর রাস্তার পাশের দেয়াল ধসে পড়ে এবং আশেপাশের ভবনের ক্ষতি হয়। দেয়াল ধসের পড় শনির আখড়ার ব্যস্ত সড়ক এর তিন জন পথচারী নিহত হয় এবং আহত আনুমানিক ১২ থেকে ১৩জন। ঈদের ছুটি বিধায় উক্ত রাস্তাটি প্রায়ই খালি ছিল। কারণ উক্ত রাস্তাটি শনির আখড়ার সবচেয়ে ব্যস্ত সড়ক। তাছাড়া ব্যাংক তখোনো খোলা হয়নি। ব্যাংক এ তখন অবস্থান করছি ব্যাংক ম্যানাজার এবং কয়েজন ষ্টাফ। তাদের কোন রকম ক্ষতি হয়নি। ব্যাংকের কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা যায় তাদের ব্যাংকের মূল্যবান জিনিস সবকিছু নিরাপদ আছে।
স্থানীয় মানুষ বলছে ব্যাংকের নিচতলায় সূর্যবানু রেস্তোরা আছে সেখান থেকেও গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটতে পারে। উক্ত স্থানটি এখন আইন শৃঙ্খলা বাহিনী কটন করে রেখেছেন, এবং ঘটনাটি পর্যালোচনা করছেন।
বিষ্ফোরিত স্থানে ওয়ারি জোনের সম্মানিত ডিসি ফরিদ উদ্দিন সাহেব উপস্তিত হয়ে সকল কাজের তদারকি করছেন।
আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, কামাল নাম তার সে স্থানীয় হক বেকারীর ম্যানাজার, বিষ্ফোরনে তার উপর দোতালা থেকে ভারী কাচঁ পড়েছে, তার অবস্থা আশঙকাজন। আহত সবাই ঢাকা মেডিকেলে ভর্তি আছে।
বিষ্ফোরিত ভবনটিকে ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখছেন। ভবনটি ঝুকিপূর্ণ কিনা। তাছাড়া বিষ্ফোরিত ভবনের সামনে আর.এস শপিং মার্কেট, বাটা শোরুম, হক বেকারী, স্বপ্ন চেইন শপ, সাথে ফুটে অনেক ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান অবস্থীত। সম্পূর্ণ রাস্তাটি এখন আইন শৃঙ্খলা বাহিনী বন্ধ করে, তদারকি করছেন। তাদের সাথে আলাপকালে জানা যায়, এসি গ্যাস সিলিন্ডার এর লিকেজ থেকে গ্যাস নির্গত হতে পারে। এখন ফায়ার বিগ্রেড এর সদস্যগন কাজ করছে।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম