11:45 AM, 13 November, 2025

কিশোরগঞ্জে হুসাইনীয়া দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এর ঈদ সামগ্রী বিতরণ

news

“হুসাইনীয়া দারিদ্র বিমোচন ফাউন্ডেশন” এর উদ্যোগে অসহায়, হতদরিদ্র দের মাঝে “ঈদ সামগ্রী” বিতরণ করা হয়েছে।

বি‌কে‌লে চর‌টেকী গ্রা‌মে আঞ্চ‌লিক শাখার তত্ববধায়‌নে এ অনুষ্ঠান অনু‌ষ্ঠিত হয়।

এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হুছাইনী দাঃবাঃ,প্রিন্সিপাল জামিয়া হুসাইনীয়া তারাকান্দি,প্রধান অতিথি ছিলেন নব নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হারুন অর রশিদ জুয়েল,অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব সরকার শামিম আহমেদ, চেয়ারম্যান ১ নং জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদ।জোনায়েদুল হক শাহিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আঃ হান্নান মেম্বার বিশিষ্ট সমাজ সেবক তারাকান্দি, জনাব মাসুদুর রহমান সভাপতি হুসাইনীয়া স্বেচ্ছাসেবী তওহীদি যুব সংঘ,জনাব মোহাম্মদ এনামুল হক মাষ্টার উপদেষ্টা হুসাইনীয়া দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন ,জনাব আমির খসরু ( প্রভাষক, হাজি জাফর আলী কলেজ), মোঃ শরিফুল ইসলাম , শিক্ষক আসিয়া বাড়ি উচ্চ বিদ্যালয় সহ আরও অনেকে।

সার্বিক তত্তাবধানে ছিলেন জনাব মনির হোসেন কেরামত সভাপতি অত্র ফাউন্ডেশন এবং জনাব মোকাররিম হোসেন সাধারণ সম্পাদক অত্র ফাউন্ডেশন।