না ফেরার দেশে প্রখ্যাত নাট্যকার মমতাজউদদীন

নিউজ ডেস্কঃ প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমেদ আর নেই। রবিবার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে অসুস্থ হয়ে রাজধানীর বেসরকারি অ্যাপোলো হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন তিনি। তার শরীর অক্সিজেন পাচ্ছিল না ও কার্বন ডাই–অক্সাইড বের হয়ে যাচ্ছিল। এছাড়া মস্তিষ্কে পানি জমে গিয়েছিল।
নাট্যজন রামেন্দু মজুমদার তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বিকেল সাড়ে তিনটার দিকে অ্যাপোলো হাসপাতালে মমতাজউদ্দীন আহমেদ মৃত্যুবরণ করেন।
অনেক দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছেন অভিনেতা মমতাজউদদীন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে এর আগেও তাকে একাধিকবার লাইফ সাপোর্ট থেকে ফিরে এসেছিলেন।
মমতাজউদ্দীন আহমেদ প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও ভাষাসৈনিক। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনের পথিকৃত। এক অঙ্কের নাটক লেখায় বিশেষ পারদর্শিতার স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৯৭ সালে নাট্যকার হিসেবে একুশে পদকে ভূষিত হন।
