6:56 AM, 13 November, 2025

এমন বৃষ্টি চলতে পারে ৩ দিন

untitled-1_4531

নিজস্ব সংবাদদাতাঃ রবিবার ভোরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়াগায় বৃষ্টিপাত হয়েছে। আগামী তিনদিনও এমন বৃষ্টি হতে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় (৩ দিন) বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। রবিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাসে একথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় এই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

তাপপ্রবাহ সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, সাতক্ষীরা ও যশোর অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।