শাহারিয়ার হুসাইন : মালয়েশিয়া প্রবাসী হামিদুর রহমান মিলুর বেদনা, বিধুর, কষ্টে থাকা প্রবাসীদের নিয়ে একটি খোলা চিঠি পাটিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য। তার ফেসবুক প্রোফাইল থেকে হুবহু তুলে ধরা হল।
"বরাবর
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা
প্রিয় নেত্রী
মালয়েশিয়াতে আমাদের প্রবাসী বাংলাদেশীদের অবস্থান দ্বিতিয় বৃহত্তম।
অনেক কোটি ডলার তারা রেমিটেন্স হিসেবে আমাদের দেশে পাঠিয়েছেন, দেশের অর্থনীতিকে শক্ত করতে ভূমিকা রেখেছেন।
এই দেশের সব শ্রমিক যে মানসম্মত কাজ পায়, তা নয়। অনেক কষ্টের কাজ করেও তারা বৈধ অবৈধ ভাবে সেখানে থেকে দেশে ডলার পাঠিয়েছে।
আজ অনেক বাংলাদেশী সেখানকার জেলে বন্দী, পরিবার অসহায় দিন কাটাচ্ছে। যারা সাজা ভোগ করে বেরিয়েছে তারা দেশে ফিরবে বলে অধীর আগ্রহ নিয়ে বসে আছে। অর্থের অভাবে প্লেনের টিকিট কিনতে পারছে না। প্রিয় নেত্রী, আপনি আমাদের ১৬ কোটি বাঙালির জননী, আপনার নিয়ে আমরা বিদেশে গর্ব করি, আপনার প্রসংশা আমরা বিদেশেও শুনে থাকি। আপনার মুখ থেকে প্রবাসীদের জন্য ভালো কোনো উদ্বেগের কথা শোনার জন্য টিভি চালু করে সবাই অধীর আগ্রহ বসে থাকে। আপনার কাছে আমাদের শেষ ঠিকানা মা, মা জননী আপনি তো বিশ্ব মানবতার এক উজ্জল উদাহারন, ১৬ লাখ রোহিঙ্গাকে যদি এতটা সাহায্য করতে পারেন, তবে কয়েক শত প্রবাসী বাংলাদেশিকে কি সাহায্য করতে পারবেন না ?
আমি নিশ্চিত, আপনাকে এই বিষয়টা আপনার আশেপাশে থাকা কেউ এখনো ভালো করে জানায়নি, যার কারনে আপনার নজরে আসেনি।
আপনার নজরে এলে এই অসহায় প্রবাসী শ্রমিকদের আপনি এতদিনে দেশে ফিরিয়ে আনতে আমাদের বিমানের কয়েকটা স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করে দিতেন বলে আমি বিশ্বাস করি।
মমতাময়ী মা আপনার কাছে এই বিপদে পড়া প্রবাসীরা কোন নগদ অর্থ সাহায্য চাইছেনা,
শুধুমাত্র তাদের কে একটু দেশে ফিরতে
বিমানের ব্যবস্থা করে দিন।
বরাবরের মতো আপনার এই মহৎ মানবিকতাও ইতিহাসে স্বর্নাক্ষরে লেখা রইবে।
আমার এই খোলা চিঠিটা আপনার চোখে পড়লে জানি, আপনি কিছু একটা ব্যবস্থা করবেন বলে আমাদোর দৃঢ় বিশ্বাস।