6:37 AM, 13 November, 2025

কি‌শোরগ‌ঞ্জে ষো‌লোআনা ফাউ‌ন্ডেশনের ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ

61532761_668675396917947_3043337517261651968_n

 কি‌শোরগঞ্জ অ‌ফিস: ‌কি‌শোরগ‌ঞ্জে পথক‌লি‌দের মা‌ঝে ইফতার ও ঈদ বস্ত্র বিতরণ ক‌রে‌ছে ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন। গতকাল ৩০ মে বৃহস্পতিবার শহ‌রের স্বপ্ননীড় একা‌ডে‌মি‌তে কি‌শোরগঞ্জ শাখার সদস্য‌দের অর্থায়নে এ কার্যক্রম প‌রিচা‌লিত হয়। এ‌তে সমা‌জের সু‌বিধা ব‌ঞ্চিত শিশু‌দের ঈ‌দের নতুন জামা, শহ‌রের বি‌ভিন্ন স্থা‌নে পথশিশু‌দের মা‌ঝে ইফতার বিতরণ করা হয়।

এছাড়া ক‌য়েকশতাধীক সদ‌স্য নি‌য়ে নতুন উদ্য‌মে কাজ করার ল‌ক্ষ্যে বি‌শেষ আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়। অনুষ্ঠা‌নে যুগ্ম সাধারন সম্পাদক হুমায়ুন কবী‌রের সঞ্চালনায়, সহ সভাপ‌তি মারুফ আহ‌মে‌দের সভাপ‌তি‌ত্বে বক্তব্য রা‌খেন ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন কি‌শোরগঞ্জ শাখার সভাপ‌তি এস এম মিজানুর রহমান মামুন, সাধারন সম্পাদক জ‌হিরুল ইসলাম হি‌মেল, সাংগঠ‌নিক সম্পাদক এহসানুল হক অ‌মি, জেলা প্রশ‌াসক সহকারী আবুল হো‌সেন, সহ সভাপ‌তি সো‌লেমান কা‌দির মাসুদ, অর্থ সম্পাদক মোঃ মোখ‌লেছুর রহমান বিপ্লব, প্রচার সম্পাদক মীর আব্দুল আ‌জিজ, সদস্য র‌ফিকুল ইসলাম সুজন, এনামুল হক, শাহীন আহমেদ, হা‌মিদুর রহমান দূর্জয়, আ‌নোয়ার পার‌ভেজ, জিন্নাত রে‌হেনা, শার‌মিন আক্তার শিলা, লিজা আক্তার, রা‌কিবুল ইসলাম সহ ষো‌লোআনা ফাউ‌ন্ডেশন কি‌শোরগঞ্জ শাখার অন্যান্য সদস্যরা।