3:49 AM, 13 November, 2025

ছাত্রলীগের ধান কেটে দেয়ার ঘোষনা

paddy_tangail

নিউজ ডেস্কঃ মজুর ও অর্থের অভাবে অনেক কৃষক তাদের খেতের ধান কাটতে পারছেন না। এবার সেই ধান কেটে দেওয়ার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। আজ ২২ মে, বুধবার সংগঠনটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক রাব্বানীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং মজুরস্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এ কারণে কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি বৈঠকে ‘স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতার’ সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ ছাত্রলীগের সব ইউনিটকে (বিশ্ববিদ্যালয়/মহানগর/জেলা/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড) নিজ নিজ এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধান কাটাসহ সর্বাত্মক সহযোগিতার জন্য কেন্দ্রের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, ধানের ন্যায্য দাম না পাওয়ায় দেশের অনেক জায়গার কৃষক ধান কাটছেন না। কিছু জায়গায় ধানে আগুন দেওয়ার ঘটনাও ঘটছে। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা কৃষকের ধান কেটে দিচ্ছেন।