2:41 AM, 31 January, 2026

গোপালগঞ্জে নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

received_1579836463195555

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
গোলাপগঞ্জ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল ইসলাম-এর আমন্ত্রণে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে চা–চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় গোলাপগঞ্জ মডেল থানার ওসি কার্যালয়ে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় গোলাপগঞ্জের আইন–শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, অপরাধ দমন, সাংবাদিকতা–বান্ধব পরিবেশ এবং পুলিশ–সাংবাদিক সমন্বয় জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। নবাগত ওসি আরিফুল ইসলাম সাংবাদিকদের পরামর্শ ও সহযোগিতা কামনা করে বলেন, “গোলাপগঞ্জকে আরও শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবে। সাংবাদিকরা সমাজের দর্পণ—তাদের গঠনমূলক সমালোচনাকে আমরা মূল্যায়ন করি।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক শহিদুর রহমান সুয়েদ,গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এম. আব্দুল জলিল,সিলেট এর ডাক পত্রিকার গোলাপগঞ্জ প্রতিনিধি মাহফুজ আহমদ চৌধুরী,দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিনিধি সৈয়দ জেলোওয়ার হোসেন স্বপন,দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি হারিস আলী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখা’র সভাপতি বদরুল আলম,গোলাপগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি দেলওয়ার হোসাইন মাহমুদ, আব্দুল্লা আহমদ, জাহিদ উদ্দিন,সাধারণ সম্পাদক ফাহিম আহমদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ,সাংগঠনিক সম্পাদক সাকেল উদ্দিন,সহ-দপ্তর সম্পাদক ইমন আহমদ,ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি ডি এইচ মান্না প্রমুখ।

সভায় সাংবাদিকরা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে গোলাপগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নয়ন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ওসি মো. আরিফুল ইসলাম সাংবাদিকদের সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে এলাকার সমস্যাগুলো যৌথভাবে সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।