মোঃ জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ প্রতিনিধি:
দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবুল সরকার ইসলাম ধর্ম ও সৃষ্টিকর্তা মহান আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে তাকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন। এর আগে, সকালে মাদারীপুর জেলার একটি গানের অনুষ্ঠান থেকে তাকে আটক করে মানিকগঞ্জের ডিবি পুলিশ। পুলিশ ও স্থানিয়দের সূত্রে জানা যায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় গত ৪ নভেম্বর খালা পাগলীর নামে মেলা অনুষ্ঠিত হয়। সে মেলায় গানের আসরে আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তার এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর মিয়া বলেন, ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগে আজ বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে, মুফতি আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাদি হয়ে মামলা দায়ের করেন থানায়। এবিষয়ে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন বলেন, আবুল সরকারকে আটক করে প্রথমে ডিবি কার্যালয়ে আনা হয়। পরে তাকে ঘিওর থানার মামলায় গ্রেফতার দেখিয়ে সন্ধ্যার দিকে আদালতে পাঠানো হয়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সম্পাদক: শামীম আহমেদ, নির্বাহী সম্পাদক: এস এম মিজানুর রহমান মামুন, প্রকাশক: রাজন আকন্দ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দেশেরবার্তা টুয়েন্টিফোর ডটকম